নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮:
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই আ. মালেক জানান, মহাসড়কে আফাজ মার্কেটের বিপরীতে পশ্চিম ময়মনসিংহ লেনে একটি খালি ট্রাক (ময়মনসিংহ -ট-১১-০১৯৩) দাঁড়ানো ছিল।এ সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৫৫১২) নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হন। পরে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।