খন্দকার শাহিন,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে গৃহকর্তৃর অনবড়ত কাজের চাপে লাশ হয়েছে নেত্রকোনার পাথারিয়া গ্রামের সুরমা (১৫) নামে এক গৃহকর্মী। আজ ২৯ মার্চ বিকাল ৪টায় আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন এর মাধবদীস্থ ফ্ল্যাট বাসা থেকে ওই গৃহকর্মীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় নিহত সুরমার পা মাটিতে লেগে থাকায় এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এ নিয়ে এলাকাবাসির মাঝে নানা গুঞ্জন শুরু হয়েছে।
এব্যপারে সুরমার বড়ভাই কাশেম জানান, ৬ মাস পূর্বে সুরমা ৪ হাজার টাকা বেতনে এ বাড়িতে কাজ নেয়। কাজ নেয়ার পর থেকেই গৃহকর্তৃ তাকে নানা কারনে বকাঝকা করে বলে অভিযোগ করতো। ঘটনার তিনদিন আগেও সে ফোন করে ভাইকে জানিয়েছিলো শরীর খারাপ থাকার কারনে ঠিকমতো কাজ করতে না পারায় গৃহকর্তৃ তাকে অকথ্য ভাষায় বকাঝকা করে। এর প্রেক্ষিতে তিনি তাকে বাড়িতে চলে যাওয়ার জন্যও বলেছিলেন। আজ বিকালে শরীর খারাপ খবর শুনে তিনি মাধবদীর বাসায় এসে বোনের লাশ দেখতে পান। তিনি আরো জানান কাজের চাপের জন্য বোনটাকে অসময়ে লাশ হতে হলো। বিস্তারিত আসছে..