নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, মঙ্গলবার, ০৩ এপ্রিল ২০১৮:
বেসরকারি ব্যাংক মালিকদেরকে আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেই ব্যাংকের উদ্যোক্তাদের ডিনারের নিমন্ত্রণ জানিয়েছেন। এদিন সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক এবং ডিনার করার কথা রয়েছে। সেসময় ব্যাংক খাতে সৃষ্ট সংকট নিরসনে নানা দিকনির্দেশনা দিবেন তিনি।
জানা গেছে, বৈঠকে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, খেলাপি ঋণ কমিয়ে আনা ও অরাজকতা বন্ধ করাসহ সামগ্রিক ব্যাংকিং খাত বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ৫৭টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবকটিতেই এখন দুই অঙ্কের সুদ গুনছেন ব্যবসায়ীরা। এরমধ্যে শিল্পপ্রতিষ্ঠানে দেওয়া ঋণের বিপরীতে ১৫ শতাংশেরও বেশি হারে সুদ আরোপ করছে কোনও কোনও ব্যাংক।
ব্যাংকের ঋণের সুদ হার এক অঙ্কে কমিয়ে আনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আওয়ামী লীগের যৌথসভায় ব্যাংকগুলোকে কেবল মুনাফা বৃদ্ধির কথা না ভেবে দেশের উন্নয়নের স্বার্থে সুদের হার কমিয়ে আনার তাগিদ দেন তিনি।