নূরে-আলম রনি*
নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,৩ এপ্রিল ২০১৮: দেশপ্রেম মানবজীবনের একটি শ্রেষ্ঠ গুণ। স্বদেশের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও মাতৃভাষাকে ভালোবাসা প্রতিটি নাগরিকেরই কর্তব্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষের প্রতি মমত্ববোধ রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত থাকা উচিত সবার।
সম্প্রতি, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন আলোকিত বন্ধু ফোরাম পলাশ উপজেলা শাখার বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদ-। সঠিক শিক্ষা মানুষকে সুন্দর পথ দেখায়। সুশিক্ষা মানুষের বিবেককে জাগ্রত করে। মানবতার কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
সৈয়দা ফারহানা কাউনাইন আরও বলেন, শিশু থেকে শুরু করে বড়দের মাঝে পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু পাঠ্যশিক্ষা নয়, নৈতিকতার সঠিক পরিচর্যা আমাদের মাঝে থাকতে হবে। মাতৃভূমির প্রকৃতির সাজে আমাদের জীবনযাত্রায় বন্ধুত্বের মাধ্যমে মানবতার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বন্ধু ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব আল আমিন মিয়া, সদস্য- শামসুন নাহার মলি, রুজিনা আক্তার, বাইজিদ আহাম্মেদসহ অনেকে।