নিজস্ব প্রতিবেদক*
নরসিংদী প্রতিদিন,০৫ এপ্রিল ২০১৮: স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর বিদ্যুতের ছোঁয়া পেল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের তিন গ্রামের ৪২৭ পরিবার।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডেঙ্গুরকান্দিতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎসংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
এ উপলক্ষে ডেঙ্গুরকান্দি মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়। খাগকান্দা ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম নুরুর সভাপতিত্ব সমাবেশে নারায়ণগঞ্জ পবিস-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আলী হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ডিজিএম কাজী এমদাদুল হক, সৈয়দা ফারজানা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম বাবু বলেন, উন্নয়নের মূল চাবিকাঠি হলো বিদ্যুৎ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে বিদ্যুৎ উন্নয়নে কাজ করছেন। বিনা পয়সায় এখন মানুষ বিদ্যুৎসংযোগ পাচ্ছে। শুধু সরকারের বিদ্যুৎ নিতে জামানত বাবদ ৬শ’ টাকা দিতে হচ্ছে। আর বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ নিতে গ্রাহকদের ব্যাপক হয়রানির কবলে পড়তে হয়েছিল। অধিক টাকা দিয়েও বিএনপি-জামায়াত সরকারের আমলে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। সে অধ্যায়কে শেখ হাসিনা সরকার নিরসন করে দ্রুত মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।
সূত্র: সমকাল,সফুরউদ্দিন প্রভাত,আড়াইহাজার।