নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮:
দেশব্যাপী ধর্ষণ এবং যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় ইংরেজী বিভাগের শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন, ধর্ষণ একটি সামাজিক অপরাধ। দেশে প্রতিনিয়ত যৌন হয়রানি ও ধর্ষণের স্বীকার হচ্ছে মেয়েরা, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এজন্য মেয়েদের থেকে ছেলেদের বিরুদ্ধে সদা জাগ্রত হওয়া প্রয়োজন। আমাদের একার পক্ষে এটার বিরুদ্ধে কিছু করা মোটেও সম্ভব নয়। প্রতিটি শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। দেশের নানা জায়গায় প্রতিদিন ধর্ষণ হচ্ছে। সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছি। আগামীতে এ মানববন্ধনে সারা দেশব্যাপী আরও তীব্র আন্দোলনে রূপ নেবে।
এদিকে বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তমাশ্রী দাস বলেন, বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি অভিযোগ কমিটি থাকলেও সেটা কার্যকর নয় বলে দাবি করেন তারা। ক্ষমতার বেড়াজালে আবদ্ধ থেকে ক্ষমতার জন্য এসব কাজে জড়িত, তাদের অবশ্যই বিচার করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি কমিটিকে সচল করতে হবে। যারা ধর্ষণ ও যৌন হয়রানি সাথে সম্পৃক্ত তাদের শাস্তি ফাঁসি হওয়া উচিত বলে মনে করে তারা। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিল।
এসময় মানববন্ধন থেকে আগামী ১২ এপ্রিল দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে মানবন্ধনের ঘোষণা দেন।