নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শনিবার,০৭ এপ্রিল ২০১৮: ক্যাম্পেইনের সূত্র ধরে অনেক অভিনেত্রীই ‘কাস্টিং কাউচ’ বা পরিচালক-প্রযোজকের হাতে যৌন হয়রানির ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। তবে এবার একেবারে রাস্তায় নেমে অভিনব প্রতিবাদ জানালেন এক ভারতীয় অভিনেত্রী।
তেলুগু ফিল্ম চেম্বার অব কমার্সের সামনে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে প্রতিবাদে বসেন অভিনেত্রী শ্রী রেড্ডি। স্বাভাবিকভাবেই তার এই প্রতিবাদে আলোড়ন তৈরি হয় সিনেমাপাড়ায়।
পরে অবশ্য পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেয়। তবে প্রতিবাদের সেই ছবি ছড়িয়ে পড়ে চারদিকে। খবর এবেলার।
শ্রী রেড্ডি বলেন, ছবিতে সুযোগ দেয়ার বিনিময়ে উঠতি অভিনেত্রীদের কাছ থেকে অন্যায় সুবিধা নিচ্ছেন প্রযোজক, পরিচালকরা। অথচ সব জেনেশুনেও নির্বিকার চেম্বার অব কমার্স আর তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই এভাবেই তার প্রতিবাদ।
শ্রী রেড্ডি এর আগে নিজের সোশ্যাল মিডিয়ার পেজে অভিযোগ করেন, তেলুগু ছবির কয়েকজন নামী প্রযোজক, পরিচালক ও অভিনেতা তাকে যৌন হেনস্তা করেছেন। তারা উঠতি অভিনেত্রীদের থেকে এ ধরনের অন্যায় সুবিধা নেন তাদের নাম ফাঁস করে দেয়ার হুমকিও দেন তিনি।