1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা!

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ২১০ পাঠক

রাকিবুল ইসলাম, নরসিংদী প্রতিদিন,রবিবার,০৮ এপ্রিল ২০১৮: কোটা প্রথা সংস্কারের দাবিতে নরসিংদীতে ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা করছে শিক্ষার্থীরা। ৭ এপ্রিল শনিবার বেলা ১০.৩০ মি. থেকে শুরু হওয়া এই পদযাত্রা চলে দুপুর ১ টা পর্যন্ত। পদযাত্রাটি নরসিংদী সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাব হয়ে পুনরায় কলেজে এসে শেষ হয়। এসময় নরসিংদীর সর্বস্তরের ছাত্র,শিক্ষক এবং সাধারণ মানুষ একাত্ত্বতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করে।

এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী স্লোগান ও হাততালি দিয়ে বিক্ষোভে অংশ নেন। তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ডে ও স্লোগানে স্লোগানে তাঁদের দাবিগুলো তুলে ধরেছেন। এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘১০%-এর বেশি কোটা নয়’, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই, সংস্কার চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে নরসিংদী শহর।

কর্মসূচিতে বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।

এক শিক্ষার্থী অভিযোগের সুরে বলেন , আমরা অনেকদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ্য থেকে আশানুরূপ উত্তর পাচ্ছি না। তাই আজ সারা দেশের ন্যায় নরসিংদীতেও পদযাত্রায় অংশগ্রহণ করেছি।
এদিকে গতকাল দুপুর ২ ঘটিকায় ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র পদযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় লাইব্রেরির সামনে থেকে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD