নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার ০৯ এপ্রিল ২০১৮: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় বিমল চন্দ্র(৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার (৮মার্চ) রাত সাড়ে দশটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিমল চন্দ্র পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপির মির্জাপুর গ্রামের লতি বাবুর ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মাহামুদুল আলম সোমবার (৯ এপ্রিল) সকালে জানান, বিমল গতকাল রাত সাড়ে দশটার দিকে পলাশবাড়ী উপজেলা সদর থেকে ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোমরপুর পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে যায়।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।