নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার ০৯ এপ্রিল ২০১৮:
যশোরে ৮ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি আলামিন ওরফে বাবু র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সোমবার ভোর রাত সাড়ে তিনটার দিকে শহরতলীর খোলাডাঙ্গা মন্ডলগাতি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র এ গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত আলামিন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। সে খোলাডাঙ্গা কলোনীপাড়ার মৃত আবুল কালামের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, তারা জানতে পারেন মন্ডলগাতি এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্র-গুলি নিয়ে অবস্থান করছে। এরপর তিনি ফোর্স নিয়ে রাত ৩টার দিকে অভিযান চালান। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটার গান, এক রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মেজর জিয়াউর রহমান জানান অনুসন্ধানে জানা গেছে, আলামিন শিশু ধর্ষণ মামলার আসামি। গত ৩০ মার্চ আলামিন তার আপন ভাতিজিকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাবার কথা বলে খোলাডাঙ্গা এলাকার একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে স্যান্ডেল কিনে দিয়ে বাড়ির পাশে রেখে যায়। এ ঘটনায় পরের দিন কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
প্রতিবেশী বকুল জানিয়েছেন, নিহত বাবু রাজমিস্ত্রির কাজ করে। সে মারা যাওয়ার কথা শুনে হাসপাতালের মর্গে এসেছি। এক সপ্তাহ ধরে বাবু নিখোঁজ ছিল। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে।