স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার ০৯ এপ্রিল ২০১৮: প্রায় আট বছর ধরে সংসার করছেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। এখনও সন্তান নেননি। তবে অদূর ভবিষ্যতে সন্তান হলে স্বামী-স্ত্রী দুজনের পদবী অনুসারেই তার নাম রাখা হবে বলে জানালেন ভারতীয় টেনিস সেনসেশন।
গোয়া ফেস্ট-২০১৮ লিঙ্গ বৈষম্য শীর্ষক আলোচনা সভায় হাজির হয়েছিলেন সানিয়া। সেখানে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, আজ আমি আপনাদের একটি গোপন কথা বলতে চাই। আমাদের সন্তান হলে দুজনেরই পদবী অনুসারে নাম রাখা হবে। শুধু বাবার পদবী নিয়ে নয়। ছেলে হোক বা মেয়ে, নাম হবে মির্জা মালিক।
এতে সম্মতি রয়েছে পাকিস্তানি ক্রিকেটার মালিকেরও। দুজনই মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন। সানিয়া জানান, তারও একই চাহিদা। আমরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি।
লিঙ্গ বৈষম্য নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে ১৯টি ডব্লিউটিএ ও চারটি আইটিএফ শিরোপাজয়ী বলেন, শৈশবকালে শুনতাম, আমার মাকে বাবা বলতেন; একজন ছেলে হওয়া দরকার। এতে বংশ বৃদ্ধি পাবে। তবে আমরা দুই বোন কখনও তা চাইতাম না। এ নিয়ে চাচা-ফুফুরা কিছু বলতে এলেই কোমর বেঁধে ঝগড়া করতাম।
বিয়ের পর এখনও পদবী বদলাননি সানিয়া। সানিয়া মির্জা নাম ধারণ করেই চলছেন। নামে কোথাও মালিক বসাননি।
বেতন-ভাতাদি নিয়ে ক্রীড়াজগতে রয়েছে নারী-পুরুষ বৈষম্য। এতে ইতি টানা দরকার। এজন্য নারী খেলোয়াড়দের প্রতি মানসিকতা বদলানো উচিত বলে মন্তব্য করেন তিনি।