নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার ০৯ এপ্রিল ২০১৮:
কোটা সংস্কার ও আন্দোলনরত আটক শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে ছেড়ে না দিলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা। প্রয়োজনে সারা দেশে অবরোধের ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ার দেন তারা। সোমবার (৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা সাংবাদিকদের একথা বলেন।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান বলেন, ‘আমরা পুলিশের মহাপরিদর্শক(আইজিপি)কে বলতে চাই, যারা আন্দোলন করছেন, তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না। তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন। তাই আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন। তা না হলে আন্দোলনে দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে।’ এই অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে বের হয়।