নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,১০ এপ্রিল ২০১৮: আড়াইহাজারে নকলের দায়ে ১০ শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার আইসিটি পরীক্ষা চলাকালীন সময়ে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সরকারী সফর আলী কলেজ কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট সুরাইয়া খান এদের বহিষ্কার করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেড সুরাইয়া খান বলেন, পরীক্ষায় অসাদুপায়ের দায়ে সরকারী সফর আলী কলেজ কেন্দ্রে ৩ জন এবং আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জন রয়েছে। বহিষ্কৃত ছাত্ররা হলেন মোঃ রফিকুল ইসলাম, ইব্রাহিম মিয়া, মোঃ নাঈম , মোঃ নাজমুল হাসান, ফয়সাল, মোহাম্মদ জুয়েল, মোঃ আলআমিন, মোঃ ইউনুছ আলী, আব্দুল মতিন, সেলিম।
অপর দিকে একই দিনে পরীক্ষা শুরুর ২ মিনিট আগে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৪ দ্বারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করায় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান ৫ জন বহিরাগততে আটক করা হয়। পরীক্ষা শেষে মুচলেখার মাধ্যমে তাদের সাধারণ ক্ষমা করা হয়।