নিজস্ব প্রতিবেদক*
নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার,১০ এপ্রিল ২০১৮:
নরসিংদীর মাননীয় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সোমবার (০৯ এপ্রিল) রায়পুরা উপজেলা পরিদর্শন করেন।
তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অত্র উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা করেন।
তিনি উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ কাজ দর্শন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
এছাড়াও তিনি মরজাল ইউনিয়ন পরিষদ অফিস পরিদর্শন করেন।
রায়পুরা উপজেলার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার এক পর্যায়ে তিনি বলেন, "এখন আমাদের দেওয়ার পালা, ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা এখন দিয়ে যাবো যেভাবে পরম শ্রদ্ধেয় জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছে"
Respected Deputy Commissioner Syeda Farhana Kawnine visited Raipura Upazilla today. She visited the newly laid foundation of Upazilla Parishad Office.
She also paid an inspection visit to Raipura Upazilla Land Office and Morjal Union Parishad Office. The crowd embraced her presence cheerfully.
Thanks goes to the people of Raipura. At a discussion with the Upazilla's key personnels she remarked, "We have to secure the future of our next generation just like the way the valiant Freedom Fighters ensured an independent country for us"
ফেসবুক থেকে তথ্য ও চিত্র/এন/পিএডমিন/খন্দকার শাহিন/