নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার, ১১ এপ্রিল ২০১৮:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্রীদের মারধর ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অপরাধে ছাত্রলীগ নেত্রী ইশরাত জাহান এশাকে হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এশাকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য,মঙ্গলবার রাত ১১ টার দিকে কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগ নেত্রী এশা হলের যে সকল মেয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের ওপর হামলা চালায় এবং একজন ছাত্রীর পায়ের রগ কেটে দেয়।
পরে এশার এমন আচরণের প্রেক্ষিতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি জরুরি বৈঠকে বসে এবং ইশারাত জাহান এশাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করে।
…………