স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বুধবার, ১১ এপ্রিল ২০১৮:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপএল) মঙ্গলবার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এমএ চিদম্বরাম স্টেডিয়ামে। এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান। ম্যাচটিতে ২০২ রান করেও ৫ উইকেটে হেরে যায় শাহরুখ খানের দল।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানের একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখ খান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কন্যা জিভার সঙ্গে অন্যরকম দুষ্টমিতে মেতে উঠেছেন।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। পরে চেন্নাই সুপার কিংস ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে ২৩ বল খেলে ৫৬ রান করে স্যাম বিলিংস হয়েছেন ম্যাচসেরা।