তারেক পাঠান,নরসিংদী প্রতিদিন,বুধবার,১১ এপ্রিল ২০১৮: পলাশে মাদক মামলায় দুই বছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পারুল নামে এক নারীকে কে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। আজ সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারুল পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের মোস্তফা মিয়ার স্ত্রী।
পলাশ থানা সুত্রে জানা যায়, আটককৃত পারুলের নামে ১৯০/০৮ সালে থানায় ১৯(১) এর ১(ক) ধারায় মামলা হয়েছিল । পরর্বতিতে আদালত থেকে জামিন নিয়ে আর আদালতে হাজিরা দিতে যায় নি। পরর্বতিতে একতরফা সূত্রে মহামান্য আদালত মাদক ব্যবসায়ী পারুলকে দুই বছরের সশ্রমকারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করে।
সকালে পলাশ থানার এসআই মো: মাহাবুবুর রহমান হামিদ গোপন সংবাদে ওই এলাকা থেকে সাজা প্রাপ্ত মহিলাকে গ্রেফতার করে। পরে বিকেলে তাকে আদালতে পেরন করা হয় বলে নরসিংদী প্রতিদিনকে তিনি জানান।