নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮:
প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই ‘সরকারি চাকরিতে কোটা বাতিল’র প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান। বৃহস্পতিবার (১২ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড.মোজাম্মেল বলেন, ‘প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করছি। কবে নাগাদ প্রজ্ঞাপন জারি হবে সেটি সময়ই বলে দেবে। যথাসময়েই প্রজ্ঞাপন জারি হবে। তাড়াহুড়ার কিছু নেই। এখনই কোনও নিয়োগ হচ্ছে না। তাতে রাষ্ট্রেরও কোনও ক্ষতি হচ্ছে না।’
প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তাঁর বক্তব্যে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থরক্ষার বিষয়ে সেসব কথা বলেছেন তার বাস্তবায়ন কীভাবে সম্ভব-এমন প্রশ্নে ডে.মোজাম্মেল আরও বলেন, ‘আমরা পুরো বিষয়েই প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছি। তিনি যেভাবে বলবেন সেভাবেই প্রজ্ঞাপন হবে। অনেকেই এ বিষয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটি এত সহজ বিষয় নয়। কিছুটা জটিলতা আছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর সব জটিলতা কেটে যাবে।’