স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার,১২ এপ্রিল ২০১৮: বিতর্ক যেন পিছু ছাড়ছে না আইপিএলের। শুরুর পর থেকে প্রতিদিন-ই ম্যাচ শুরুর আগে-পরে নানা ইস্যু নিয়ে ভেন্যুর সামনে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। একই অবস্থা ছিল চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামেও।
চেন্নাইয়ের হোম টিম চেন্নাই সুপার কিংসের প্রথম খেলা ছিল গতকাল। সেখানে খেলার আগে মাঠের বাইরে খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ করে একটি তামিল গ্রুপ। এসময় তারা আইপিএলের এ খেলা তাদের জন্য অভিশাপ বলে শ্লোগান দেন এবং দ্রুত বন্ধ করার দাবি জানান।
শুধু তাই নয়, তামিল নাড়ুর মৎস্য মন্ত্রী জয়কুমারও আইপিএল বর্জন করার আহ্বান জানিয়েছেন জনগণকে। মূলত দীর্ঘদিন ধরেই কাভেরী নদীর পানি ইস্যুতে আন্দোলন করে আসছে তামিলরা। আইপিএলের এ খেলা চলাকালীন সবাই এতে মশগুল হয়ে গেলে পানি ইস্যুটি চাপা পড়ে যাবে বলেই ধারণা তাদের।