নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার,১৩ এপ্রিল ২০১৮: নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বেসিক ব্যাংকের পরিচালক আলহাজ্ব মাহবুবুর রহমান ভূঁইয়া মারা গেছেন-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ শুক্রবার দুপুরে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী মো নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া,নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর মেয়র হাজী মোশারফ হোসেন মানিক ও বিভন্ন প্রতিষ্ঠান শোকা প্রকাশ করেন।