স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮: আইপিএলে আবারও নিজের জাত চেনালেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার নিজের প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি।
বল হাতে নির্ধারিত ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। এই চার ওভারে তিনি ১১টি ডট বল দিয়েছেন।
সাকিব নিজের প্রথম দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। তৃতীয় ওভারে ১১ রান দিয়ে নেন সুনীল নারিনের উইকেট। আর নিজের শেষ ওভারে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান ৪৯ রান করা ক্রিস লিনকে।
ব্যাট হাতেও কম যাননি তিনি। ২১ বল খেলে ২৭ রান করেন। তার এই ইনিংসে ২টি চার ও ১টি ছক্কার মার রয়েছে।
এদিন টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সানরাইজ হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান করে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার হাতে রেখেই ৫ উইকেটে ১৩৯ রান করে সানরাইজ।