নরসিংদী প্রতিদিন:
এতো চুল ছিল মাথায় সেকেলে
তত তারা ছিলনা আকাশে লোকে বলে
সখের চুল গেলো অকালে
মাথায় চিন্তা গালে হাত সকালে বিকালে
কত স্বপ্ন ছিল আহলাদ ছিলো মনেবলে
সব গেল বিফলে চুল নাই বলে বলে।
পুরো দমে পুরো উদ্যমে
চুল পুনঃ উদ্ধারের সংগ্রামে
চুল চাই চুল চাই শ্লোগানে
চুল নাই চুল নাই
কেউ কেউ মজা করে বলে
চুপি চুপি কানে কানে।
আয় ফিরে আয় চুল
ফুটাবো চুলের গোলাপ ফুল
চুল কি শুনে সে কথা
হায়রে কপাল ফাকা মাথা।
সেদিন বিকেলে বিজ্ঞ মহলে টাকের কি মহড়া
শুধু মাথা মুড়ানো ঝলমলে রোদেলা চামড়া
যত জন ছিলো অন্দর মহলে
মনে হয় কারো মাথায়
চুল বলে কালো কিছু ছিলনা কোন কালে
চুলের কি দরকার? চুলের কি দোষ
আমি ও হবো রোদেলা টাকের মানুষ।
টাকের টাটকা স্বাদ বুঝবে না
সহজে, টাক না হলে
এসো ভাই টাক চাই সবাই মিলে
নিন্দুকেরা বলে টাক হলে বউ হবেনা কপালে
আমরা বলি, একটু দেখ চোখ মেলে
সুন্দরীদের টাক স্বামী পরিসংখ্যান বলে
টাক মানে কি জানো? জ্ঞানের আলো
টাকে টাকা আনে সমৃদ্ধি জীবনে
নির্বোধের টাক হয় না সহজে।
সানন্দ চাচার টাক আনন্দ নিত্য নতুন এখন
জ্যামিতিক গানিতিক নিয়মে কষেন টাকের সমীকরণ
এক মাত্রিক দ্বি-মাত্রিক ত্রিমাত্রিক টাক
নিজের টাকে নিজেই অবাক,
আহা! এতসুন্দর টাক কজনের কপালে জোটে
মাশাআল্লাহ, মাথা জুড়ে টাক একখান বটে।
উচ্চ আধিকারী স্বচ্ছ টাকের অধিকারী
আমাদের গেদু মহোদয় বলে কি ভাই
চুলের চুলকানি মাথায় দরকার নাই
টাক চাই টাটকা টাক মাথা জুড়ে একখান
দেখলে মনে হবে ধবধবে চকচকে চাঁদের উঠান
কে বলেছে আমার টাক ধরেছে
বোকাদের বলে দে
কপাল বেড়েছে।
..
লেখক:
সাইফুল্লাহ আল মামুন
পুলিশ সুপার
নরসিংদী,