শরীফ ইকবাল রাসেল,নরসিংদী প্রতিদিন,বুধবার,১৮ এপ্রিল ২০১৮:
দেশখ্যাত কোয়েল খামারী ডা: দিদার আলম হৃদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। ডা: দিদার আলমের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কথা নিশ্চিত করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাত প্রায় ১২ টায় চরনগরদী বাজারের নিজ চেম্বার থেকে বাড়িতে ফেরেন। পরে রাতের খাবার শেষে শুয়ে পরেন। রাত দেড়টার দিকে বুকে ব্যাথা অনুভব করেন। বুকের ব্যথা বাড়তে থাকলে দ্রুত জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ডা: দিদার আলম ২০০২ সালে মাত্র দুই জোড়া কোয়েল পাখি দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে তাঁর খামারে বিশ হাজারেরও বেশী পাখি রয়েছে। তার খামারের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই শতাধিক লোক জীবিকা নির্বাহ করেন।
ডা: দিদার আলম মৃত্যুকালে দুই ছেলে, স্ত্রী ও গুণগ্রাহী রেখে যান। ডাক্তার দিদার আলম কোয়েল পাখির খামার গড়ে দেশে সফল আত্মকর্মী হিসেবে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করা নরসিংদী জেলা প্রশাসন, পলাশ উপজেলা প্রশাসন সহ ঢাকা থেকেও বিভিন্ন সংস্থার থেকে একাধিক সম্মাননা লাভ করেন।