তৌহিদুর রহমান,নরসিংদী প্রতিদিন,শুক্রবার,২০ এপ্রিল ২০১৮: নরসিংদীতে ১ টি বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী ইমাম হোসেন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহম্পতিবার সন্ধায় নরসিংদী সদর থানার বাদুয়ারচর এলাকার মান্নান ভুইয়া কলেজ মোড় থেকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে গোয়ন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমান (৩০) বদরপুর পশ্চিমপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বদরপুর এলাকায় ইমান সশস্ত্র অবস্থায় ঘুড়াঘুড়ি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে তাকে আটক করা হয়। সে তার প্রতিপক্ষ ব্যাক্তিদের ভয় দেখাতে পিস্তল টি বহন করছিল। ইহা জার্মানের তৈরী .৬৫ বোরের অত্যাধুনিক পিস্তলট। এর সাথে ৫ টি তাজা গুলি, ১টি মিস ফায়ার গুলি ও একটি গুলির খোসা পাওয়া যায়। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।