নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,রবিবার, ২২ এপ্রিল ২০১৮: নরসিংদীর মনোহরদী প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আলোচনা সভা, প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মনোহরদীর চুলায় সংস্থার নিজস্ব সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুপন কান্তি শীল প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউসুফ হাসানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীতা) সুশান্ত কুমার প্রামাণিক, নরসিংদী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. শহীদুল ইসলাম, সুইড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দীন সরকারসহ সংস্থার কর্মকর্তারা।
অতিথিরা আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধীদের মাঝে তাদের সহায়ক উপকরণ বিতরণ করেন। সবশেষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।