নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,সোমবার,২৩ এপ্রিল ২০১৮: নরসিংদীর পলাশ উপজেলা সংবাদ সংস্থা পরিদর্শন করে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভাস্কর দেবনাথ বাপ্পি।
সোমবার বিকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভার ওয়াপদা গেইট নতুন বাজার এলাকায় অবস্থিত পলাশ উপজেলা সংবাদ সংস্থাটি পরিদর্শন করে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন। সাংবাদিকরা জাতির বিবেগ বলে আখ্যায়িত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, সাংবাদিকরা উপজেলার বিভিন্ন উন্নয়ন-অনিয়মগুলো পত্রিকায় লেখার মাধ্যমে তুলে ধরেন বলেই উর্ধ্বতন কর্মকর্তারা সহ সারাদেশের মানুষ জানতে পারে।
তাই আমাদের সবার উচিত সাংবাদিকরা যেই ঘটনাগুলো লেখার মাধ্যমে পত্রিকায় তুলে ধরে সেই বিষয়গুলোর উপর দ্রুত ব্যবস্থা নেওয়া। তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান, পলাশ উপজেলায় কর্মরত সাংবাদিকরাও যেন সঠিক তথ্যদ্বারা সংবাদগুলো তুলে ধরেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সংবাদ সংস্থার সভাপতি হাজী জাহিদ, মানবাধিকার সংস্থার সভাপতি আনোয়ার হোসেন আনু, সংবাদ সংস্থার সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া, সাংবাদিক মুঞ্জুর হোসেন খান, বায়েজিদ আহম্মেদ, তারেক পাঠান, আল-আমিন মুন্সি, সাইফুল ইসলাম প্রমুখ।