নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,সোমবার,২৩ এপ্রিল ২০১৮: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি সোহাগ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত দুইটার দিকে উপজেলার হিজলদি গ্রামে এ ঘটনা ঘটে।
সোহাগ হোসেন উপজেলার বোয়ালিয়া গ্রামের শামসুর সরদারের ছেলে।
কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার জানান, শনিবার বিকেলে সোহাগের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। রাতে তাকে গ্রেফতারে অভিযানে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় সোহাগের আক্রমণে পুলিশের দুই সদস্য আহত হন। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সোহাগ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার বিকেলে শিশুটি স্কুল থেকে ফিরে পুকুরে গোসল করতে গেলে তাকে ধর্ষণ করে সোহাগ। এ ঘটনায় ওই শিশুর নানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শিশুটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন।