নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,বৃহস্পতিবার,২৬ এপ্রিল ২০১৮: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী বলেছেন, বাংলাশের অব্যহত উন্নয়নের অংশ হিসেবে দেশেই গড়ে উঠছে আন্তর্জাতিক মানের সব বিনোদন কেন্দ্র ও রিসোর্ট। এতে করে সব শ্রেণী-পেশার মানুষের বিনোদনের মাধ্যম সম্প্রসারিত হচ্ছে। যা দেশের মানুষের জন্য অত্যন্ত উপযোগী,কেননা সবার পক্ষে বিদেশে গিয়ে ভ্রমন করা সম্ভব হয় না। তাই এ ধরণের বিনোদন কেন্দ্র সম্প্রসারণে সরকারের সব ধরণের প্রচেষ্টা অব্যহত রয়েছে। তিনি বিকেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বেড়াতে এসে এসব কথা বলেন।
[caption id="attachment_5741" align="alignnone" width="720"] স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীকে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ফুলেল শুভেচ্ছা জানান। ছবি- শরিফ ইকবাল রাসেল[/caption]এসময় নারায়ণগঞ্জ-২ আড়াইহাজারের সাংসদ নজরুল ইসলাম বাবু, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লা আল-মামুন, ড্রিম হলিডে পার্কের এমডি প্রবীর কুমার সাহাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিবৃন্দ ড্রিম হলিডে পার্কের মনোরম পরিবেশ, বিভিন্ন রাইডস্ এবং স্থাপনা দেখে মুগ্ধ হন।
....
চীফ এডমিন/এসকেশাহিন/ শরিফ ইকবাল রাসেল।