নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার,২৭ এপ্রিল ২০১৮:
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অব ওমেনে’ যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাংককে স্বাগত জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী ড. কোবসাক পুত্রাকুল।
বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রাবিরতিকালে থাইমন্ত্রী তাকে স্বাগত জানান। এ সময় থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।
এছাড়া থাই সরকার ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
যাত্রাবিরতিকালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইমন্ত্রী ও অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরবর্তী কানেকটিং ফ্লাইটে সিডনির উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিডনির উদ্দেশে ঢাকা ছেড়ে হন।
ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।