শরীফ ইকবাল রাছেল,নরসিংদী প্রতিদিন,২৮ এপ্রিল ২০১৮: “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এ শ্লোগানে নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৮। এ উপলক্ষে শনিবার (২৮ এপ্রিল) সকালে নরসিংদী জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে বের করা হয় র্যালী।
জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি, জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিবের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে আদালতের কর্মকর্তা কর্মচারী, আইনজীবীসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। র্যালী নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সেরা প্যানেল আইনজীবী পুরষ্কার বিতরণ।
জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিবের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন প্রমুখ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।