ফেসবুক প্রতিদিন,বরিবার, ২৯ এপ্রিল ২০১৮: মাধবদী পৌর তাঁত বস্ত্র কুটির শিল্প ও বিনোদন মেলা ২০১৮ এর অতিথিদের দিয়ে শুভ উদ্বোধনের অপেক্ষা না করেই কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই প্রবেশ মূল্যের টিকিটে সহ সকল প্রকার রাইডস এর টিকেট বিক্রি শুরু করেন গতকাল ২৮ এপ্রিল শনিবার বিকেল থেকে মেলা কর্তৃপক্ষ।
ম্যানেজার ইনতাজ উদ্দিন জানান, ঢাকার মালিক বানিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনে এ মেলা চালিয়ে যাচ্ছে। আয়োজনে মাধবদী পৌরসভা ও সর্বিক ব্যবস্থাপনায় মনিপুরী তাঁতি ও জামদানী বেনারশী কল্যাণ ফাউন্ডেশন।
মেলায় আগত এক দম্পতি জানায়, গতকালও এসেছি মেলার মাঠে প্রবেশ করতে কোন টিকেট লাগনি। সন্তানদের বায়নায় তাদের আবদার ও ইচ্ছা রাখতে আজ আবার মেলায় ডুকতে গিয়ে প্রবেশ মুল্য দিয়ে মেলায় প্রবেশ করতে হয়েছে। তবে শুনেছি এখনো মেলা উদ্ভোধন হয়নি সে ভরসায় এসে বিপদে পরে গেলাম মেলায় প্রবেশ করতে গিয়ে। এবং রাইডস গুলোতে উঠার জন্য যে মুল্য নিচ্ছে তাও গতবারের চেয়ে এবার অনেক বেশী নিচ্ছে। এ ব্যাপরে মেলায় উপস্থিত ক্রেতা ও দর্শকরা কর্তৃপক্ষের সদয় দৃস্টি কামনা করছেন।
সূত্র: ফেসবুক স্ট্যাটাস থেকে