নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,রবিবার,২৯ এপ্রিল ২০১৮ : নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে চলককে খুন করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৯ এপ্রিল রবিবার সকালে ঐ এলকার খালের ঘাট নামকস্থান থেকে চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠান পুলিশ। অটোরিক্সা চালক মাধবদী থানাধীন পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে হাবিবুর (৩২)।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, হাবিবুর রহমান দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। সকালে শীলমান্দী এলাকার বৈশাখী মিলের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। ফলে ঘটনাটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখা হচ্ছে।