নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,সোমবার,৩০ এপ্রিল ২০১৮: মনোহরদী উপজেলার হাতিরদিয়া সিএনজি অটোরিক্সা মালিক সমিতির উপর শ্রমিক নেতা মো: হোসেন আলী (২৪) এর সন্ত্রাসীর হামলার ঘটনা ঘটেছে। আজ ৩০ এপ্রিল দুপুর দুইটার দিকে উপজেলার নোয়াদিয়া শিমুুলতলী নামকস্থানে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক নেতা গোতাশিয়া ইউনিয়ন চুলা গ্রামের মো: আবুল হাসেমের ছেলে।
ভোক্তভোগির পরিবার জানায়, গ্রামীন ব্যাংক হতে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে বাড়ী ফেরার পথে উপজেলার নোয়াদিয়া শিমুুলতলী নামকস্থানে পৌছলে পূর্ব পরিকল্পিত ভাবে উতপেতে থাকা নোয়াদিয়া গ্রামের ইসহাক মিয়ার পুত্র মাছুমের নেতৃত্বে একই আলমগীরের ছেলে আলম (৩৫), সাইফুল, মোতালিব সহ ১০/১২ জন সন্ত্রাসীর দল এলোপাতারিভাবে মারধর করে সাথে থাকা টাকা ও সিমফোনি আই- স্মার্ট ফোন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। হোসেন আলী গুরুত্বর আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। এ হামালার বিষয় থানায় অবগত করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।