নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার, ০৯ মে ২০১৮:
ময়মনসিংহের শহরতলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র ও গুলিসহ একই পরিবারের তিন সহোদর ভাইসহ ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল ও দুটি খেলনা পিস্তল, ১টি গুলি, ১টি ম্যাগজিন এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩ মে) বিকেলে শহরতলীর শম্ভুগঞ্জের ময়লাকান্দা এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে যুবকদের অস্ত্রসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন- তিন সহোদর মুস্তাফিজুর রহমান টুটুল (৩০) সাইদুর রহমান শাওন (২৬), আশিকুর রহমান শাকিল (২০) ও অপরজন হৃদয় ইসলাম (২০)।
কোতুয়ালী মডেল থানার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছন।
তিনি জানান, সকালে শহরতলীর ময়লাকান্দা বাজারে একটি ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে চাদার দাবীতে পল্লী চিকিৎসক রাসেলকে মারধর ও জিম্মি করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
কোতুয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন এস আই আনোয়ার হোসেন কর্তৃক সকালে চাদার দাবিতে আটক করে পুলিশে সোপর্দ করা শাওনকে ছেড়ে দেওয়ার বিষয়ে বলেন, ‘কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। শাওনের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।’