নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার, ০৪ মে ২০১৮: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে অনয় দেবনাথ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনয় ওই এলাকার জয় দেবনাথের ছেলে ও সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রুপালি নরসিংদী প্রতিদিনকে জানান, আজ শুক্রবার কলেজ ছুটি থাকায় দুপুরে বাড়ির পাশে ক্ষেত থেকে ধান নিয়ে ফেরার পথে অনয় হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।