স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন, শুক্রবার, ০৪ মে ২০১৮: ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে- মুশফিক ছেলেকে নিয়ে ওমরাহ পালনের পোশাক পরে মক্কা শরিফের সামনে দাঁড়িয়ে আছেন। আর এই ছবি পোস্টের পরপরও কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীরা তাদের জন্য সুস্থতা ও দোয়া কামনা করেছেন।
বাংলাদেশ ক্রিকেট লিগ শেষ করে ছুটিতেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আসছে জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। আর এই জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতিক্যাম্প। এরই ফাঁকে ছেলেকে নিয়ে ওমরাহ পালন করে নিলেন মুশফিক।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মুশফিক রহিম- জান্নাতুল কেফায়াত দম্পতির কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান। ছেলের নাম রাখেন শাহরুজ রহিম মায়ান।