নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন,শুক্রবার,০৪ মে ২০১৮:
ওমরাহ হজ্জের যাত্রীসহ একটি বাস কয়েকঘন্টা আগে দুর্ঘটনার কবলে পড়েছে। মিকাতের কাছে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন বলে প্রাথমিক সংবাদে জানা গেছে। তবে কোন বাংলাদেশী আছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মদিনা থেকে সুজন ইব্রাহীম এসব তথ্য নিশ্চিত করেন। এমনি একটি ফেসবুক স্ট্যাটাস দেন সুলতান মাহমুদ কনিক
https://m.facebook.com/story.php?story_fbid=639699693048618&id=442606189424637