নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, সোমবার, ০৭ মে ২০১৮:
বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রকলা বিষয়ক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সোমবার আইবিএস এর কনফারেন্স রুমে বেলা ১১ টায় এ বক্তৃতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
এতে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক আবু তাহের বক্তৃতা করেন। এসময় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার।