আল-আমিন সরকার,নরসিংদী প্রতিদিন,১২ মে ২০১৮: মাধবদী এস.পি ইনস্টিটিউশনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কিরণ কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও স্কুল পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব সফিউদ্দিন, মো: আনোয়ার হোসেন কমিশনার, মো: হাবিবুর রহমান, মো: আল-আমিন সসরকার, মো: শেখ ফরিদ (কমিশনার),আলহাজ্ব মো: নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন, মিসেস ফারজানা ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, তোফায়েল আহমেদ লিটন, মিসেস হাসনে ভানু প্রমূখ।
এছাড়াও এসময় স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আগত অভিভাবকবৃন্দ শিক্ষার সার্বিক পরিবেশের উপর গুরুত্বারোপ করে তাদের অভিমত ব্যক্ত করেন।
অভিভাবকদের মতামত সহ বিভিন্ন পরামর্শের প্রেক্ষিতে সভার প্রধান অতিথি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি
আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুলের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের সন্তান সঠিকভাবে ক্লাস করছে কিনা, সময়মতো পড়া সম্পন্ন করছে কিনা এসব বিষয় তদারকি করতে হবে। এসময় তিনি মাধবদীর স্বনামধন্য অত্র প্রতিষ্ঠানটির চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিববরণ দিয়ে স্কুলটিকে আধুনিকায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।