খন্দকার শাহিন*
নরসিংদী প্রতিদিন,রবিবার,১৩ মে ২০১৮:
‘মা’ ছোট্ট একটি শব্দ। কিন্তু কী বিশাল তার পরিধি! সৃষ্টির আদিলগ্ন থেকে মধুর এ শব্দটি শুধু মমতার নয়, ভালোবাসারও সর্বোচ্চ আধার।
মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীর প্রাণ ধারণ করা সম্ভব নয়। সন্তানের জন্য মা বিপুল ত্যাগ স্বীকার করেন, অকৃত্রিম ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেন—প্রতিদানে কিছুই চান না। সেই মায়ের জন্যই আজ একটি বিশেষ দিন। আজ রবিবার ‘বিশ্ব মা দিবস’। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। যদিও মাকে ভালোবাসা জানাতে কোনো দিনক্ষণ লাগে না; তবুও মায়ের জন্য ভালোবাসা জানানোর দিন আজ।
বিশ্ব মা-দিবস-২০১৮ উপলক্ষে নরসিংদীতে মাধবদী এস.পি(সতী প্রসন্ন)ইনিস্টিটিউশন প্রাঙ্গণে ‘আমরা মাধবদীবাসি’র আয়োজনে রয়েছে,শ্রদ্ধায়, সম্মানে,ভালোবাসায়’ মা।
আজ রবিবার বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠানে সকলের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করেন আমরা মাধবদীবাসির আহ্বায়ক আনোয়ার হোসেন কমিশনার।
অনুষ্ঠান সূচী:
* বিকাল ৩: ৩০ মিনিট- পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও গীতা পাঠ।
* বিকাল ৩: ৪০ মিনিট- নিজ নিজ সন্তান কর্তৃক মায়েদের পা ধোয়া
* বিকাল ৪: ০০ মিনিট- নাটিকা
* বিকাল ৫: ০০ মিনিট- সফল মায়েদের সম্মাননা প্রদান
* বিকাল ৫: ৩০ মিনিট- মা সম্পর্কে স্মৃতিচাণ
* বিকাল ৬: ০০ মিনিট- সংগীতানুষ্ঠান ” গানে গানে- মা”