লক্ষন বর্মন, নরসিংদী প্রতিদিন, ১৪ মে সোমবার ২০১৮ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ সোমবার সন্ধায় সদর উপজেলা বিএনপির উদ্যেগে চিনিশপুর বিএিনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী’র সাভপতিত্বে সামাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা,শহর বিএনরি সাধারন সম্পাদক গোলাম কবির কামাল,সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নূরুল ইসলাম,ছাত্রদলের সভাপতি, নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমূখ।
এসময় বক্তারা অবিলম্বে খালেদাজিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী জানান।