নিজস্ব প্রতিবেদক, নরসিংদী প্রতিদিন, ১৪ মে সোমবার ২০১৮ : বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নরসিংদীতে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সোমবার সকালে নরসিংদী সরকারি কলেজের ছাত্রলীগ চত্ত্বর থেকে এই আনন্দ মিছিলটি বের করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নেতৃত্ব শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলে নরসিংদী জেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ ও নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আকাশপথে বিজয় অর্জন করেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে বাংলাদেশ পৃথিবীর বুকে আরও একধাপ এগিয়ে গেছে।