নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন, ১৬ মে, বুধবার ২০১৮: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে এক মাইক্রোবাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক সহ আরো দুইজন গুরুত্বর আহত হয়। আজ বুধবার বিকেলে মহাসড়কের ভাগদী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রোস্তম আলী (৭০) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার শুকুর আলীর ছেলে। এ ঘটনায় অপর আহত গাড়ী চালক হেলাল এবং যাত্রী জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ নরসিংদী প্রতিদিনকে জানায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মাইক্রোবাসটি উল্লেখিত স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা আহত ৪ আরোহিকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পরে হাসাপাতালে নেয়ার পর রোস্তম আলী নামে এক যাত্রীর মৃত্যু হয়। বাকী আহতদরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় অভিযুক্ত বাস ও চালককে আটক করেছে পুলিশ।