নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, বুধবার, ১৬ মে ২০১৮:
সৌদি আরবের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
স্থানীয় সময় মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার সৌদিতে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বুধবার নয় বরং বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে আরব নিউজ বলছে, বৈরী আবহাওয়ার কারণে চাঁদ দেখা কমিটিকে চাঁদ দেখার সময় অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
এখন সার্বিক বিষয় বিবেচনা করে সৌদি হাইকোর্ট রমজানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়।