মুহাম্মদ নুর আলম*
নরসিংদী প্রতিদিন,শুক্রবার,১৮ মে ২০১৮: মাধবদীতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, দ্রব্য মুল্যের উর্দ্ধগতি রোধ ও অশ্লীলতা-বেহায়াপনা বন্ধের দাবীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। আজ পহেলা রমজান শুক্রবার জুম’আর নামাজের পর মাধবদী বাজার বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার সভাপতি মাওলানা মকবুল হোসেন, সেক্রেটারী হাফেজ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, প্রধান উপদেষ্টা মাওলানা সফিউদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা সানাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিলোত্তর সমাবেশে নেতৃবৃন্দ পবিত্র রমজান উপলক্ষ্যে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, ইফতারী-তারাবী-সেহেরীর সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ ও সিনেমা হলসহ অশ্লীলতা বেহায়াপনা বন্ধের দাবী জানান।