নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, রবিবার,২০ মে ২০১৮: পারিবারিক কলহের জেরে মৌলভীবাজার সদর উপজেলায় আলী হোসেন নামে একব্যক্তি তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন।
শনিবার (১৯ মে) গভীররাতে পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রোকেয়া বেগম। তিনি সদর উপজেলার চাঁনীঘাট ইউনিয়নের মাথারকাপন গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে মেয়ে নারগিস আক্তার ও জামাতা আলী হোসেনের সঙ্গে শ্যামলী আবাসিক এলাকায় বাসা ভাড়া করে থাকতেন তিনি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হারুন উর রশিদ বলেন, গতকাল রাতে পারিবারিক কলহের জেরে আলী হোসেন তার শাশুড়িকে দা ও শাবল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় তার আর্তচিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসলে আলী হোসেন পালিয়ে যান। তাৎক্ষণিক রোকেয়া বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হচ্ছে।