নিউজ ডেস্ক,নরসিংদী প্রতিদিন, রবিবার,২০ মে ২০১৮:
সাভারে পৃথক ঘটনায় বুলবুল আহমেদ (৩২) ও মিঠু সরদার নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ মে) রাতে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার জিনজিরা ও সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে সাভারের সদর ইউনিয়নের কলমার জিনজিরা এলাকায় প্রসেস ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেড কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বুলবুল আহমেদ নামে এক শ্রমিকের মাথা হঠাৎ মেশিনের ভিতরে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শ্রমিকরা মেশিন বন্ধ করে তার লাশ উদ্ধার করে। নিহত বুলবুল আহমেদ রংপুর জেলার গঙ্গাচরা থানার কচুয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
অন্যদিকে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় ক্যাভার্ড ভ্যানের উপর থেকে মালামাল নামানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে মিঠু সরদার নামে (৩০) ক্যাভার্ডভ্যানের হেলপার নিহত হন।
নিহত মিঠু সরদার বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাগলা শ্যামনগর গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ মিয়া জানান, লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসব ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।