স্পোর্টস ডেস্ক,নরসিংদী প্রতিদিন,মঙ্গলবার, ২২ মে ২০১৮: নিজের দৌঁড়ের গতি পরখ করতে আইপিএলের সব খেলোয়াড়রাই ‘থ্রি রান চ্যালেঞ্জ’ নামের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতায় একে অন্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
দ্রুততম সময়ে দৌঁড়ে ৩ রান নেয়ার এই প্রতিযোগিতায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন হায়দ্রাবাদের সতীর্থ আফগানিস্তানের রশিদ খান। তবে হেরে যান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের ৩ রান নেয়ার ভিডিও আপলোড করে এই প্রতিযোগিতায় নিজেদের অন্তর্ভুক্ত করেন প্রত্যেক খেলোয়াড়। সেই ধারাবাহিকতায় নিজের ভিডিও আপলোড করেন রশিদ। সাকিবের কাছে হার মেনে নেয়ার পাশাপাশি তিনি তার দুই সতীর্থ বিপুল শর্মা এবং শচীন বেবীকে চ্যালেঞ্জ জানিয়ে দেন।
টুইটারে আপলোড করা ভিডিওতে রশিদ লিখেন, ‘থ্রি রান চ্যালেঞ্জে আমার সময় লাগলো ১০ দশমিক ৫০ সেকেন্ড। আপনি এটা জিতে গেলেন সাকিব ভাই। আমি এবার বিপুল শর্মা এবং শচীন বেবীকে চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনারাও পরবর্তী ধাপ উন্মোচন করুন।’
এর আগে এই চ্যালেঞ্জে অংশ নিয়ে ১০.১৭ সেকেন্ডে ৩ রান সম্পন্ন করেছিলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব।