নিজস্ব প্রতিবেদক, নরসিংদী প্রতিদিন, ২৪ মে, বৃহস্পতিবার ২০১৮:নরসিংদীর রায়পুরায় মো. জুয়েল (৩৫) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টায় ভৈরবের লক্ষীপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েল রায়পুরার জয়নগরের মো. আনোয়ারের ছেলে।
পুলিশ জানায়, জুয়েল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা রায়পুরার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার উপ-পরিদর্শক মো. আলমগীরের নেতৃত্বে ভৈরবের লক্ষীপুরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে রায়পুরা থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের ওয়ারেন্টভুক্ত এবং আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, অনেকদিন ধরে তিনি পলাতক অবস্থায় থেকে অপরাধমূলক কাজ করে যাচ্ছিলেন। গ্রেফতার জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে। তার দলের অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।