নিজস্ব প্রতিবেদক,নরসিংদী প্রতিদিন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৮: নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের ২০১৮-১৯ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোসনা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় পরিষদ প্রাঙ্গনে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হওয়া গণমুখি উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আবদুল বাকির। বাজেটে ২০১৮-১৯অর্থ বছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ২ লাখ ৪২ হাজার ৮১ টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৩৩ হাজার ৬৩৯ টাকা। উদ্ধৃত হিসেবে ধরা হয়েছে ৪ লাখ ৮ হাজার ৪৪২ টাকা।
কীলমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল বাকিরের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এটিএম ফরহাদ চৌধুরী।
শীলমান্দি ইউনিয়ন সচিব মোঃ বিল্লাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নবাসী ও ইউপি সদস্যগণ পেশকৃত বাজেটের উপর আলোচনা করেন। তাদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দেন ইউপি চেয়ারম্যান।
উক্ত অনুষ্ঠানে ইউপি সদস্যগণ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।